২০১৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সূচি প্রকাশ করলো বিসিসিআই। তবে এবারের সূচিপ্রকাশ অন্যান্য বারের চেয়ে কিছুটা আলাদা রকমের। কারণ, অন্যান্যবার পুরো আসরের সূচি একসঙ্গে প্রকাশ করা হলেও এবার তা করা হয়নি। প্রকাশ করা হয়েছে প্রথম দুই সপ্তাহে যে ১৭ টি ম্যাচ খেলা হবে তার সূচি।
২০১৯ সালের এপ্রিল-মে মাসে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পরই আইপিএলের পরবর্তী অংশের সূচি জানানো হবে বলে জানা গেছে।
২৩ মার্চ উদ্বোধনী দিনে চেন্নাইতে ১২ তম আইপিএলে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর।
দেখে নিন ২০১৯ আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচিঃ
| তারিখ | সময় | ম্যাচ |
| ২৩ মার্চ | রাত ৮টা ৩০ | চেন্নাই-বেঙ্গালুর |
| ২৪ মার্চ | বিকাল ৪টা ৩০ | কলকাতা-হায়দরাবাদ |
| ২৪ মার্চ | রাত ৮টা ৩০ | মুম্বাই-দিল্লি |
| ২৫ মার্চ | রাত ৮টা ৩০ | রাজস্থান-পাঞ্জাব |
| ২৬ মার্চ | রাত ৮টা ৩০ | দিল্লি-চেন্নাই |
| ২৭ মার্চ | রাত ৮টা ৩০ | কলকাতা-পাঞ্জাব |
| ২৮ মার্চ | রাত ৮টা ৩০ | বেঙ্গালুর-মুম্বাই |
| ২৯ মার্চ | রাত ৮টা ৩০ | হায়দরাবাদ-রাজস্থান |
| ৩০ মার্চ | বিকাল ৪টা ৩০ | পাঞ্জাব-মুম্বাই |
| ৩০ মার্চ | রাত ৮টা ৩০ | দিল্লি-কলকাতা |
| ৩১ মার্চ | বিকাল ৪টা ৩০ | হায়দরাবাদ-বেঙ্গালুর |
| ৩১ মার্চ | রাত ৮টা ৩০ | চেন্নাই-রাজস্থান |
| ১ এপ্রিল | রাত ৮টা ৩০ | পাঞ্জাব-দিল্লি |
| ২ এপ্রিল | রাত ৮টা ৩০ | রাজস্থান-বেঙ্গালুর |
| ৩ এপ্রিল | রাত ৮টা ৩০ | মুম্বাই-চেন্নাই |
| ৪ এপ্রিল | রাত ৮টা ৩০ | দিল্লি-হায়দরাবাদ |
| ৫ এপ্রিল | রাত ৮টা ৩০ | বেঙ্গালুর-কলকাতা |