ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নতুন রেকর্ড গড়লেন। বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ার পথে তিনি টপকে গেছেন আফ্রিদীকে। তবে এই ম্যাচের জয়ের মুখ দেখতে পারেনি তার দল।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই ক্যারিয়ারের ২৪ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রিস গেইল। এদিন তিনি ১৩৫ রানের ইনিংস খেলেন। সেঞ্চুরি পূরণ করতে তিনি ঠিক ১০০টি বল খেলেন।
সেঞ্চুরি পূরণ করার পথে তিনি ১২টি ছক্কার হাঁকিয়েছেন। আর এতেই অন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল শাহীদ আফ্রিদীর। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭৬ টি ছক্কা মেরেছেন। আজকে ইংল্যান্ডের সাথে খেলতে নেমে ক্রিস গেইল সেই রেকর্ড ভেঙে নিজে রেকর্ড করলেন। এখন আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের ছক্কার সংখ্যা ৪৮৮টি।
শুধু গেলই নয়, ছক্কার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজও। ৫০ ওভারে আট উইকেটে ৩৬০ রান তোলার পথে ২৩টি ছক্কা মারে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে ক্রিকেটে যা কোনও দলের পক্ষে সর্বোচ্চ ছক্কা মারার নজির।
গেইলের ঝড়ো সেঞ্চুরি ছাড়াও এদিন শাই হোপ ৬৪ এবং ড্যারেন ব্রাভো খেলেন ৪০ রানের ইনিংস। এতে নির্ধারিত ৫০ ওভার শেষে ওয়স্টে ইন্ডিজকে ৩৬০ রানের শক্ত পুজি এনে দেয়।
জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারেই জয় তুলে নেয়। ইংল্যান্ডের ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন ওপেনার জেসন রয় ও জো রুট। জেসন রয় ৮৫ বল থেকে ১২৩ রান করেন আর রুট ৯৭ বল থেকে ১০২ রান করেন। এই দুই ব্যাটসম্যান ছাড়াও মরগান ৫১ বল থেকে ৬৫ এবং বেসায়স্ট্রো ৩৪ রান করেন।