8.8 C
New York
Sunday, November 10, 2024

Buy now

ফরাসি লিগে টানা পঞ্চমবার ফাইনালে পিএসজি

psg, final, french league,
টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার রাতে সেমি ফাইনালে লিগ ওয়ানে অষ্টম স্থানে থাকা রেনকে ৩-২ গোলে হারিয়েছে ক্লাবটি। ফাইনালে উঠলেও লাল কার্ডের ধাক্কা সামাল দিতে হয়েছে পিএসজিকে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষে মাঠে আক্রমণাত্বক ফুটবল খেলে আসছিলো পিএসজি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না কিছুতেই। শেষ পর্যন্ত ম্যাচের ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার মুনিয়ে। প্রতিপক্ষের সীমানায় একজনকে কাটিয়ে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। এরপর ৫৩তম মিনিটে ছয় গজ দূর থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন মার্কিনিয়োস। এর ঠিক পাঁচ মিনিট পর প্রতিপক্ষের জালে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন লো সেলসো।

দশজনের পিএসজিকে চেপে ধরে স্বাগতিক রেনে। ম্যাচের ৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমান দিয়াফ্রা সাকো। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেরিসিচ গোল করলে নাটকীয়তার আভাস মেলে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ে পঞ্চমবারের মতো ফরাসি লিগ কাপের ফাইনালে উঠলো পিএসজি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles