সম্প্রতি ফরাসি তারকা উসমান দেম্বেলে জানিয়েছেন কবে পেশাদার ফুটবলকে বিদায় বলবেন। শুধু তাই নয়, অবসরের পর কী করবেন তাও জানিয়ে দিয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনির সঙ্গে এক আলাপে দেম্বেলে বলেন, ‘আমি ৩৪ বছর বয়সে অবসর নিতে চাই। এরপর আমি আফ্রিকা ও ফ্রান্সে প্রোপার্টির (জমি ও সম্পত্তি) ব্যবসা করতে চাই।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর)
বর্তমান এই তারকার বয়স ২৭ বছর। সে হিসেবে আরও ৭ বছর তিনি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে চান। বর্তমান সময়ে রোনালদো, মেসিরা ৩৭ পেড়িয়েও দাপটের সঙ্গে ফুটবল খেলছেন দেম্বেলে। তবে ৩৪ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়ে রাখলেন এই ফারসি তারকা।