দেখতে দেখতে বিদায়ের শেষ প্রান্তে চলে এলো ২০২৪ সালটি। শেষ সময়ে চলছে বছরের সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া। ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে গেছে নানান ঘটনা। সে সব ঘটনা পর্যালোচনা করে বর্ষসেরা উদীয়মান পুরুষ ও নারী ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের চার মনোনীত ক্রিকেটাররা হলেন- শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর)
২০২৪ সালটা দারুণ কেটেছে মেন্ডিস ও হাসারাঙ্গার। এ বছর মেন্ডিস ১৭ ইনিংস ব্যাটিং করে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান। হাসারাঙ্গা ওয়ানডেতে ১৫.৬১ গড়ে ২৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৭ রান করেছেন।
অন্যদিকে, ১২ ইনিংস ব্যাটিং করে ৫২.১২ গড়ে ৪১৭ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রাদারফোর্ড ১০৬.২৫ গড় ও ১২০.০৫ স্ট্রাইক রেটে করেছেন ৪২৫ রান।
আরও পড়ুন: বিপিএল শুরুর আগেই হঠাৎ সূচি পরিবর্তন বিসিবির
প্রসঙ্গত, আইসিসির ওয়েবসাইটে গিয়ে বর্ষসেরা তালিকায় থাকা এই ক্রিকেটারদের ভোট দিতে পারবেন ভক্তরা। এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোট দিতে পারবেন।