টানা তিন ম্যাচ প্রতিপক্ষকে উড়িয়ে দেয়া বাংলাদেশ আজ শ্রীলংকের কাজে উড়ে গেলো অনেকটা করুন ভাবেই। ভাবটা যেন এমন, অমৃতেই অরুচি এসে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। ২২৯ বল হাতে রেখে ম্যাচ জেতা শ্রীলঙ্কা বাংলাদেশকে অলআউট করে ২৪ ওভারে মাত্র ৮২ রানে। ৯ম বারের মত এত কম রানে হারল টাইগাররা।
প্রকৃত অর্থে শ্রীলংকা বাংলাদেশের সাথে ওয়ানডে ম্যাচকে টি২০ ম্যাচ বানিয়ে খেলেছে। বাংলাদেশের ইনিংসে রান তোলা যতটাই কঠিন মনে হচ্ছিলো শ্রীলংকার ইনিংসে ততটাই সহজ মনে হচ্ছিলো। উপুল থারাঙ্গার ইনিংসে ছিল ১ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৩৯ রানের দৃষ্টি নন্দন ক্লাসিক খেলা। অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন দানুশকা গুনাতিলকা। ৩ চার ও ২ ছক্কায় তিনি ৩৫ বলে ৩৫ রান করেছেন।
তবে দানুশকা বলেন, ‘উইকেট আসলেই ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না, উইকেট খুব একটা বদলায়নি। তবে এটা খুবই ধীর একটি উইকেট ছিল। ব্যাট করার জন্য কঠিন উইকেট। আমি আর উপুল মৌলিক বিষয়গুলো মনে রেখেছিলাম।’
তিনি আরও বলেন ‘গত বছর আমরা সাদা বলের ক্রিকেটে ভালো করিনি। শেষ দুই ম্যাচের জয় আমাদের খুব সাহায্য করবে। আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে যাবে। আমরা এখন ফাইনালের অপেক্ষায়।’
দাপুটে ব্যাটিং করা শ্রীলংকা কি শনিবারের ফাইনালের জন্য কঠিন বার্তা রেখে গেলোনা?