বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে চোটে পড়ার পর ইনজুরি মুক্ত দলে ফিরেছেন অভিজ্ঞ মার্টিন গাপটিল। এছাড়া দলে ফিরেছেন মিচেল স্যান্টনার।
এদিকে নিউজিল্যান্ডের তিন ওয়ানডের ঘোষিত দলে শুধু মাত্র শেষ ম্যাচে দলে আছেন কলিন মুনরোর। এছাড়া প্রথম দুই ওয়ানডের পর বিশ্রাম দেওয়া হচ্ছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। শেষ ওয়ানডেতে তাই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেন স্যান্টনার, টিম সাউদি।