কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল মনে করেন হোম কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে বেশি তবুও বাংলাদেশ মানের বিচারে ভালো দল। স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে। তবে গাপটিল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, তার দল নিউজিল্যান্ডের জন্য কিছুটা কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাছে হারের স্মৃতি ভালোই মনে আছে গাপটিলের। সেই স্মৃতি রোমন্থন করে গাপটিল বলেন, ‘ওরা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখিয়েছে। ওদের কাছে আমরা শেষ ম্যাচটা হেরে গিয়েছিলাম।’
তবে ভালো শুরুর ব্যাপারে আশাবাদী গাপটিল টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটিকে ‘লম্বা দৌড়’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী যে আমাদের শুরুটা ভালোই হবে। লম্বা দৌড়ের শুরুতে একটা ভালো সূচনা হওয়া দরকার।’
সাকিব আল হাসানের খেলতে না পারাটাকে একদিকে দুঃখজনক আবার অন্যদিকে ক্রিকেটেরই অংশ বিবেচনা করে গাপটিল বলেন, ‘সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটার। সে প্রচুর ক্রিকেট খেলে। কিন্তু ক্রিকেটে চোট থাকবেই। তার জন্য এটা দুর্ভাগ্য যে প্রয়োজনের সময় চোটে পড়াটা। তবে সে একটা বিশ্রাম পেল। খুব সম্ভবত সে টেস্ট সিরিজটা খেলবে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ ১। তামিম ইকবাল ২। লিটন দাশ ৩। সৌম্য সরকার ৪। মুশফিকুর রহিম (উইকেট) ৫। মোহাম্মদ মিথুন ৬। মাহমুদউল্লাহ রিয়াদ ৭। সাব্বির রহমান ৮। মেহেদী হাসান মিরাজ ৯। রুবেল হোসেন ১০। মাশরাফি মর্তুজা (ক্যাপ্টেন) ১১। মুস্তাফিজুর রহমান