আগামীকাল শুক্রবার ভোর ৪ টায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে টাইগাররা। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। যদিও দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটনের সেডন পার্কের সমীকরণটা বাংলাদেশের হয়ে কথা বলছে না।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে একাদশে মুস্তাফিজের ফেরার জোরালো আভাষ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ওয়েলিংটনের কন্ডিশনের কথা মাঠায় রেখে দলে তাইজুলের ফেরার সম্ভাবনাও রয়েছে।
তাহলে এখন প্রশ্ন মুস্তাফিজ ও তাইজুল দলে কার কার পরিবর্তে আসবে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু একটি সংবাদ মাধ্যমকে কিছুটা আভাষ দিয়েছেন। তিনি জানিয়েছেন খালেদের জয়গায় দলে ফিরবেন মুস্তাফিজ আর মিরাজের পরিবর্তে দলে আসবেন তাইজুল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক) মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম।