9 C
New York
Monday, October 27, 2025

Buy now

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: আফ্রিদি

বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শহীদ আফ্রিদি। এরই মধ্যে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছেন চট্টগ্রাম কিংস। সেই ম্যাচের মাঝেই ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেন আফ্রিদি। সেখানেই নিজের বাংলাদেশে আসার অনুভূতির কথা জানিয়েছেন আফ্রিদি।

আফ্রিদি বলেন, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। বাংলাদেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে ও ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’

আরও পড়ুন: রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন ১৭ বছরের আয়ুশ

কথা বলার মধ্যে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালো।’

প্রথম ম্যাচে দলের বোলিংয়েও সন্তুষ্ট নন জানিয়ে তিনি আরও বলেন, ‘খুবই সহজ। শুধু সমর্থন দেওয়া ও ছেলেদের অনুপ্রেরণা দেওয়া। এটি খুবই সহজ কাজ। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ। কিন্তু আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয় আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles