অনুষ্ঠিত হয়ে গেলো কোপা দেলরের কোয়ার্টার-ফাইনালের ড্র। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ যখন লেগানেস তখন বার্সেলোনার ভাগ্যে পড়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল।
গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার শেষ আটে উঠেছে লা লিগার ক্লাব সেল্টাভিগোকে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে হারিয়ে। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়াকে ৫-২ গোলে হারায়।
বার্সেলোনার পাল্লাটা ভারী কারণ গত ৯ বারের নকআউট পর্বের দেখায় একবার হারেনি তারা এস্পানিওলের কাছে। লা লিগাতেও গত ১৭ ম্যাচে একবারও বার্সেলোনাকে হারাতে না পারা এস্পানিওল স্প্যানিশ কাপে নকআউট পর্বে শেষবার বার্সেলোনাকে হারিয়েছিল ১৯৬১ সালে। অন্যদিকে লেগানেসের বিপক্ষে ৪ টি প্রতিযোগিতামূলক ম্যাচের সবকটিতেই জিতেছে রিয়াল।
শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া-আলাভেস ও সেভিয়া- অথলেতিকো মাদ্রিদ।