বিচ্ছেদের প্রায় ২ বছর পর সাবেক প্রেমিকা কামিলা মায়ানের মামলা হজম করতে হচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন মায়ান। একই সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই অ্যালিস্টার বর্তমান প্রেমিকা কোভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে মামলা নিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার সাংবাদিকদের বলেন, ‘আর কোনো সম্পর্ক নেই। সে (কামিলা) তার পথ নিয়েছিল, আমি আমারটা নিয়েছিলাম। এইটুকুই। আর যে বিষয় (মামলা) আছে, সবকিছু আদালতে রয়েছে। সেখানেই এর সমাধান হবে। আমরা (আদালতের রায়ের) অপেক্ষা করছি।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৬ নভেম্বর)
মামলায় না গিয়ে বিষয়টি নিজেরাই সমাধানের চেষ্টা করেছিলেন জানিয়ে অ্যালিস্টার বলেন, ‘ওই সময়ে আলোচনা করেছিলাম যে আমাদের কী করা দরকার। কিন্তু এটি স্পষ্টতই তার সিদ্ধান্ত ছিল। সবকিছু ঠিকই আছে এবং সে তার অধিকার চেয়েছে।’
প্রসঙ্গত, কামিলার সঙ্গে বিচ্ছেদের পর ব্রাইটন ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব লিভারপুলের সঙ্গে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিবদ্ধ হন অ্যালিস্টার। তবে বিচ্ছেদের পরও অ্যালিস্টারের সঙ্গে যৌথ ছবি ইনস্টাগ্রামে রেখেছিলেন কামিলা।