22.7 C
New York
Wednesday, November 6, 2024

Buy now

বিপিএলের ঢাকা পর্বে সেরা পাঁচ ব্যাটসম্যান-বোলার

বিপিএলের ষষ্ঠ আসরের ঢাকার পর্বের খেলা শেষ হয়ছে রবিবার ১৩ ডিসেম্বর। সাতটি দলের মধ্যে ১৪টি ম্যাচ অনুষ্টিত হয়েছে। ১ দিন বড়োটির পর ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের ম্যাচ গুলো। ঢাকা পর্ব শেষে সিলেটে বিপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশী প্লেয়ারদের পারফর্মেন্সে উজ্জ্বল ছিলো ঢাকা পর্ব। আসরের প্রথম দিনে ব্যাটে-বলে বিদেশিদের দাপট থাকলেও ঢাকা পর্বের শেষ দিকে এসে চমক দেখানো ফর্মে ফিরতে শুরু করেছিলেন দেশি ক্রিকেটাররাও।

ঢাকা পর্ব শেষে সেরা ৫ ব্যাটসম্যান-বোলারদের তালিকা

পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক
১/রাইলি রুশো(রংপুর)-৫ ম্যাচ, ৫ ইনিংস ১১৫ এভারেজে করেছেন ২৩০ রান। বেস্ট ৮৩। স্ট্রাইক রেট ১৩১.৪৫। ছয় মেরেছেন ৭টি।
২/নিকোলাস পুরান(সিলেট)-৩ ম্যাচ, ৩ ইনিংস ৮২.৫০ এভারেজে করেছেন ১৬৫ রান। বেস্ট ৭২। স্ট্রাইক রেট ১৫৭.১৪। ছয় মেরেছেন ১৪টি।
৩/হজরতুল্লাহ জাজাই(ঢাকা)-৪ ম্যাচ, ৪ ইনিংস ৩৫ এভারেজে করেছেন ১৪০ রান। বেস্ট ৫৭। স্ট্রাইক রেট ১৬৬.৬৭। ছয় মেরেছেন ১২টি।
৪/মুশফিকুর রহিম(চট্টগ্রাম)-৪ ম্যাচ, ৪ ইনিংস ৩৪.৭৫ এভারেজে করেছেন ১৩৯ রান। বেস্ট ৭৫।স্ট্রাইক রেট ১৩৩.৬৫। ছয় মেরেছেন ৬টি।
৫/জুনায়েদ সিদ্দিকী(খুলনা)-৪ ম্যাচ, ৪ ইনিংস ২৬.৭৫ এভারেজে করেছেন ১০৭ রান। বেস্ট ৩৩। স্ট্রাইক রেট ১৩৫.৪৪। ছয় মেরেছেন ৫টি।

পাঁচ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক
১/মাশরাফি বিন মর্তুজা(রংপুর)-৫ ম্যাচে ২০ ওভার বোলিং করে ১১.৪০ এভারেজে নিয়েছেন ১০টি উইকেট। বেস্ট ৪/১১।
২/রবি ফ্রাইলিংক(চট্টগ্রাম)-৪ ম্যাচে ১৬ ওভার বোলিং করে ১৩.৪৪ এভারেজে নিয়েছেন ৯টি উইকেট। বেস্ট ৪/১৪।
৩/শাফিউল ইসলাম(রংপুর)-৫ ম্যাচে ১৬.১ ওভার বোলিং করে ১৩.৮৯ এভারেজে নিয়েছেন ৯টি উইকট। বেস্ট ৩/৩৫।
৪/সাকিব আল হাসান(ঢাকা)-৪ ম্যাচে ১৩ ওভার বোলিং করে ১৪ এভারেজে নিয়েছেন ৭টি উইকট।বেস্ট ৩/১৮।
৫/সাইফউদ্দিন(কুমিল্লা)-৪ ম্যাচে ১১ ওভার বোলিং করে ১২.২৯ এভারেজে নিয়েছেন ৭টি উইকেট। বেস্ট ৩/৪৫।

এবার দেখার বিষয় সিলেটে কোন ক্রিকেটের কেমন পারফরমেন্স করে।

আগামীকাল ১৫ ই জানুয়ারী সিলেটে বেলা ১.৩০ মিনিটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস আর ৬.৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সিক্সার্স।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles