এবারের বিপিএলে ঢাকা পর্বে দেশি ক্রিকেটাররা রান সংগ্রহের দিক থেকে বেশ পিছিয়ে ছিলেন। যার জন্য অনেকেই মিরপুরের পিচকে দোষারোপ করছেন। ঢাকা পর্বে বিদেশি ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছেন আর অন্য দিকে দেশি ব্যাটসম্যানরা ছিলেন চরমভাবে ব্যার্থ। এই দেখে অনেকেই বিপিএলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নও তুলেছেন।
তবে দেশি ক্রিকেটারদের রান না পাওয়ার আক্ষেপ পূরণ হয়েছে সিলেট পর্বে। পঞ্চ পান্ডবের সকলেই ব্যাটেই রান দেখা গেছে সিলেটে। যেখানে এক ম্যাচে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। এছাড়া মুশফিক ৭৫, তামিম ৭৩ সাকিব আল হাসান ৬১* ও মাহুমুদুল্লাহ ৫০ রান। লিটন দাস ও জুনায়েদ সিদ্দিকী দুজনেই খেলেন ৭০ রানের ইনিংস। তবে এই দুই ব্যাটসম্যানই ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে রান আউট হয়েছিলেন। নতুবা তাদের হাত দিয়েই হয়তো দেখা যেতে বিপিএল ষষ্ঠ আসরের প্রথম সেঞ্চুরি। কারণ এখনো পর্যন্ত বিপিএলের ষষ্ঠ আসর কোনো সেঞ্চুরির দেখা পেলোনা।
বিপিএলে ১০ সর্বোচ্চ দেশি রান সংগ্রাহক
০১. জুনায়েদ সিদ্দিক – ২০৩ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
০২. মুশফিকুর রহিম – ১৯১ (৫ ম্যাচ ৫ ইনিংস)
০৩. মাহমুদউল্লাহ রিয়াদ – ১৫১ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
০৪. মোহাম্মদ মিথুন – ১৪৭ (৭ ম্যাচ, ৬ ইনিংস)
০৫. সাব্বির রহমান – ১৪১ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
০৬. সাকিব আল হাসান – ১৩৫ (৬ ম্যাচ, ৬ ইনিংস)
০৭. তামিম ইকবাল – ১৩৩ (৬ ম্যাচ, ৬ ইনিংস)
০৮. রনি তালুকদার – ১৩১ (৬ ম্যাচ, ৬ ইনিংস)
০৯. লিটন দাস – ১২৪ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
১০. আফিফ হোসেন – ১১২ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
আগামীকাল ২১ জানুয়ারি চিটাগংয়ে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় পর্বের খেলা। দিনের প্রথম খেলায় মাঠে নামবে কুমিল্লা ও রাজশাহী। রাতের খেলায় মাঠে নামবে চিটাগং ও ঢাকা।