চায়ের দেশ সিলেটে আজ সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে উঠছে সিলেট পর্বের পর্দা। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল রংপুর। অন্যদিকে বিপিএলে প্রথম ম্যাচ হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
ক্রিকেটপ্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট-রংপুর লড়াই। অসুস্থতা কাটিয়ে ফেরা রাকিম কর্নওয়াল সিলেটের জন্য হতে পারেন গেইম চেইঞ্জার। সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন।
আরও পড়ুন: পিএসএল ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার
প্রসঙ্গত, ৬ থেকে ১৩ জানুয়ারি, আট দিনের মধ্যে ছয় দিনে ১২টি ম্যাচ হবে সিলেটে।