বিপিএল ষষ্ঠ আসরে এ পর্যন্ত সবেচেয়ে সফল বোলার সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ। শুক্রবার তিনি চিটাগং ভাইকিংসের বিপক্ষে আশরাফুলের উইকেট তুলে নেন। এতেই তিনি এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় কেভন কুপার ও সাকিব আল হাসানের সাথে যৌথ ভাবে একই আসনে জায়গা করে নিয়েছেন।
চলতি আসরে চিটাগংয়ের ব্যাটসম্যান আশরাফুলের উইকেট নিয়ে এক আসরে ২২ টি উইকেট নেওয়ার নজির স্থাপন করেছেন তাসকিন। তবে এদিন তার কাছে সুযোগ ছিল কেভন কুপার ও সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। কারণ ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট তুলে নেওয়ার পর ফিল্ডিং করার সময় পায়ের গোড়ালিতে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন।
অলোক কাপালির বলে লং অনে মোসাদ্দেক হোসেনের বাউন্ডারি বাঁচাতে গিয়ে ব্যথা পান বাম পায়ের গোঁড়ালিতে। এরপর সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ত্যাগ করেন তিনি। সেখান থেকে এক্সরে করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে মিরপুরের ডিজি ল্যাব হাসপাতালে।
তাসকিনের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ভালোভাবে পর্যবেক্ষণের পরই চূড়ান্ত কিছু বলা যাবে। তবে তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ নিশ্চিত করেছেন কোনো চিড় ধরা পড়েনি তাসকিনের পায়ে।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড
১. কেভন কুপার (বরিশাল বুলস) – ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (২০১৫)
২. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) – ১২ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট (২০১৯)
৩. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট
৪. আবু হায়দার রনি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১২ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট (২০১৫)
৫. ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (২০১৬)