ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বল হাতে মিরপুরে তাণ্ডবলীলা চালালেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এরই মধ্যে ভেঙেছেন গত ১০ আসরের সব রেকর্ড। গড়েছেন নতুন ইতিহাস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৯ রান। ফর্মের চূড়ায় থাকা এ ফাস্টবোলারের ঝুলিতে ৩ ম্যাচে জমা পড়েছে ১২ উইকেট।
আরও পড়ুন: নারী ফুটবল লিগে শুরু হচ্ছে পুল প্রথা
উইকেট শিকারে দ্বিতীয় স্থানটি ভিনদেশি ক্রিকেটার খুশদিল শাহর। মূলত ব্যাটার হলেও এবারের বিপিএলে বেশ সুনিয়ন্ত্রিত বোলিং করে সমীহ আদায় করছেন তিনি। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রংপুর রাইংডার্সের এই স্পিনারের উইকেট ৭টি।
উইকেট প্রাপ্তিতে সেরা পাঁচে থাকা এর পরের তিন বোলারই বাংলাদেশের। ওই ৩ জন হলেন- নাহিদ রানা, আবু হায়দার রনি ও অ্যালিস আল ইসলাম।