26.4 C
New York
Friday, July 18, 2025

Buy now

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আগের দশটি আসরের চেয়ে এবার ভালোমানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

৩০ ডিসেম্বর বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকাতেই। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)

সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১ দিনের বিরতি দিয়ে ৫ ফেব্রুয়ারি।

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। বিপিএল ২০২৫ এ দিনের ম্যাচগুলো হবে দুপুর ১:৩০ টা থেকে ৪:৫০ পর্যন্ত। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো হবে দুপুর দুইটায় ও সন্ধ্যা ৭টায়। এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ৯:৫০ পর্যন্ত।

আরও পড়ুন: ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি

জানা গেছে, বিপিএলের এবারের আসরে টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles