ব্যর্থতার বৃত্তে আটকে আছে টাইগাররা। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার সিরিজ হার, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। এরই মধ্যে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ অভিযান। লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা।
দলের এমন নড়বড়ে অবস্থার মধ্যে বিশ্বকাপে টাইগারদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ইয়ান বিশপের মতে, বিশ্বকাপে বড় অঘটন ঘটাতে পারে নেপাল, নেদারল্যান্ডের মতো দলগুলো। নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ।
আরও পড়ুন: এবারের ব্যালন ডি অর উঠবে ভিনিসিউস জুনিয়রের হাতে!
ইয়ান বিশপ বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’
সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল ডাচরা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের গ্রুপে রয়েছে তারা। তাই মূল পর্বের আগেই বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেদারল্যান্ডস।