বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টি বিড়ম্বনায় টসই করতে পারলেন না দুই দলের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। স্থানীয় সময় বেলা ৩.০০টা এবং বাংলাদেশ সময় সকাল ৮.০০টায় আজকের দিনে শেষবারের মতো পিচ ও আউটফিল্ড পরিদর্শনে নামেন দুই আম্পায়ার পল রেইফেল এবং রুচিরা পাল্লিয়াগুরুগে। কিন্তু বৃষ্টির কারণে আউটফিল্ড সম্পূর্ণ ভেজা থাকায় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে দেন তারা।
প্রথমদিন মাঠে কোনো বল গড়াতে না পারায় দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগে অনুষ্ঠিত হবে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।