বিপিএলের এবারের আসবে নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ে ছাই সিলেট স্ট্রাইকার্স। একাই ৪ উইকেট শিকার করেছেন প্রতিপক্ষকে স্তব্ধ করেছেন তিনি। জিতেনিয়েছিলেন ম্যাচসেরার পুরষ্কারটিও।
পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেহেতু এর আগে আমি কখনো বিপিএলের কোনো ম্যাচে বা জাতীয় দলের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হইনি। এই প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ভালো লাগছে।’
আরও পড়ুন: ২০২৫ এ কখন, কোথায় খেলবে বাংলাদেশ?
এছাড়া বোলিংয়ের গতি নিয়ে তিনি বলেন, ‘আসলে এটা হার্ড ওয়ার্ক, নিজের ফিটনেস, মেইনটেইন, সব কিছু মিলিয়েই…।’
কোচদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না রানা, ‘যখন যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি বা বিসিবিতে থাকি সবাই আমার যত্ন নেয় এবং ভুলগুলো ধরিয়ে দেন। আমি উন্নতি করার চেষ্টা করি।’