বুধবার বিপিএলে দুপুর দেড়টায় অপ্রতিরোধ্য ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রাজশাহী কিংস। এই ম্যাচে রাজশাহী টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহীর দলে আজ তিনটি পরিবর্তন এসেছে।
আজকের ম্যাচে রাজশাহী দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মমিনুল হক ও লওরি ইভান। এদিকে চলতি আসরে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন শাহরিয়ার নাফিজ।
আজকের ম্যাচে ঢাকার বিপক্ষে মায়ের নামাঙ্কিত জার্সি পড়ে মাঠে নামছেন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। কোন উপলক্ষ নয়, প্রত্যেকের জীবনে মায়ের অবদানকে স্মরণ করতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এই উদ্যোগ।
এর আগে চলতি আসরে দুই দলের প্রথম দেখায় সেই বাজে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চায় রাজশাহী কিংস। ঢাকায় প্রথম দেখায় রাজশাহীকে সহজেই হারিয়েছিলো ডায়নামাইটস। ম্যাচটি তাই প্রতিশোধের মিরাজের দলের জন্য।
রাজশাহী স্কোয়াড: মিরাজ, মুস্তাফিজুর, জাকির, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সেকুগে প্রসন্ন, জনকার, উদানা, টেন ডাসকাট
ঢাকা স্কোয়াড: সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, এলিস ইসলাম, রুবেল হোসেন।