ব্রাজিলের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে মার্চ থেকে। ২৩ মার্চ প্রীতি ম্যাচ দিয়ে ২০২৪ সালে প্রথমবার মাঠে নেমেছিল তারা। মাঝে ছিল কোপা আমেরিকার ম্যাচ। এখন তারা প্রস্তুত হচ্ছে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দলগুলো এরই মধ্যে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলেও ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। আলোচিত এই দুই দলই আগামী সপ্তাহে দুটি করে ম্যাচ খেলবে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর বুধবার (২০ নভেম্বর) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।