শনিবার বিপিএল আসরের দ্বিতীয় ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে মিরাজের রাজশাহী কিংস। এই ম্যাচে টসে হেরে ঢাকা আগে ব্যাট করে ১৮৯ রান তুলেছে।
জবাবে মাত্র ১০৬ রানে সবকটি উইকেট হারিয়ে শেষ হয় রাজশাহীর ইনিংস। ঢাকা ম্যাচ জিতে নেয় ৮৩ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ সেরা হয়েছেন হয়রতউল্লাহ জাজাই।
ঢাকার দেওয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। প্রথম ১০ ওভারে ৫৯ রানের মধ্যেই প্রথম টপ অর্ডার ও মিডল অর্ডারের ৭ ব্যাটসম্যানকে হারায় তারা।
যেখানে মাত্র দুই ব্যাটসম্যান দুইয়ের ঘরে রান তুলতে পেরেছেন। তার মধ্যে একজন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তিনি ২৮ বল থেকে ২৯ রান করেন। আর অন্যজন ইভান ১৩ বল থেকে ১০ রান করেন।এছাড়া মোমিনুল ৮, সৌম্য ৪ ও জাকির ১ ও বিদেশি জনকার ১ রান করে।
এখানেই মূলত ম্যাচ থেকে ছিকটে যায় রাজশাহী। শেষ দিকে আরাফাত সানি ১৮ ও মুস্তাফিজ অপরাজিত ১১ রানের ইনিংস খেললেও তা শুধূ পারাজয়ের ব্যবধানটাই কমিয়েছে মাত্র।
ঢাকার হয়ে বল হাতে ৩ ওভারে ৭ রান দিয়ে ৩টি উইকেট নেন রুবেল। এছাড়া মোহর শেখ ২৪ রানে ২টি ও সাকিব, শুভাগত হোম ও পোলার্ড নেন ১টি করে উইকেট।