-6.4 C
New York
Thursday, January 23, 2025

Buy now

ভারতীয় অলরাউন্ডারের অবসর ঘোষণা

মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের বোলিং অলরাউন্ডার ঋষি ধাওয়ান। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল ঋষির। ২০০৮ সালে প্রথম লিস্ট এ ম্যাচ খেলেছেন ঋষি। কয়েক বছর পরেই ভারত ‘এ’ দলে সুযোগ পান তিনি।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম হলেও জাতীয় দলে মাত্র চারটি ম্যাচ খেলেছেন ঋষি। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে অভিষেক হয়েছিল তার। সেই বছরই জাতীয় দলে শেষ ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন: ভিনির শাস্তি বাতিলে আপিল করেছে রিয়াল

জাতীয় দলে বেশি সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বেশ সফল তিনি। ২০২১-২২ মৌসুমে তার অধিনায়কত্বে বিজয় হজারে ট্রফি জিতেছিল হিমাচল প্রদেশ।

আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও কলকাতার হয়ে। মুম্বাইয়ের হয়ে একবার আইপিএলও জিতেছেন এই অলরাউন্ডার। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩ হাজার ৭২৫ রান করেছেন ঋষি। নিয়েছেন ৩০৯টি উইকেটে। ১০৯টি লিস্ট এ ম্যাচে ২ হাজার ৩৮৫ রান করার পাশাপাশি ১৫৮টি উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে সব মিলিয়ে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন ঋষি। করেছেন ১৭৪০ রান। নিয়েছেন ১১৮টি উইকেট।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles