বোর্ডার-গাভাস্কার ট্রফিতে উদযাপনের সময় ভারতের ক্রিকেটারদের আচরণ ছিল দৃষ্টিকটু। যেটা নিয়ে তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
সিডনি টেস্টের প্রথমদিন উসমান খাজাকে আউট করে অন্যপ্রান্তে থাকা কনস্টাসের দিকে তেড়ে যান বুমরাহ। তার পাশাপাশি অতিথিদের আরও বেশ কয়েকজন ক্রিকেটার একই কাজ করেন।
আরও পড়ুন: ভারতীয় অলরাউন্ডারের অবসর ঘোষণা
বিষয়টি নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘ভারতের ক্রিকেটাররা ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। উদযাপন নিয়ে আইসিসি কোনো শাস্তির বিধান রাখেনি। ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে সেটা করা যায়। তাই বলে আপনি যাই খুশি তাই করতে পারেন না। শাস্তি হয় না বলেই ভারতীয় ক্রিকেটাররা যা খুশি তাই করেছে। আমার মনে হয় বিষয়টা আইসিসির দেখা উচিত।’