অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে সিডনিতে ৩৪ রানে হেরেছে ভারত। ১৫ জানুয়ারি মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে আবার মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচের সিরিজে মঙ্গলবার জিততে না পারলে একদিনের সিরিজ পকেটে পুরে নেবে অ্যারোন ফিঞ্চের অস্ট্রেলিয়া। আগামিকাল তাই ডু-অর-ডাই ম্যাচ বিরাট কোহলিদের কাছে।
অ্যাডিলেডের ওভালে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত৷ মঙ্গলবার এখানেই ওয়ান ডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে ভারত। অস্ট্রেলিয়া উইনিং কম্বিনেশন না ভাঙলেও ভারতীয় দলে দুটি পরিবর্তনের সম্ভবনা থাকছে। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে আসতে পারেন কেদার যাদব। অন্য দিকে খলিল আহমেদের জায়গায় সুযোগ পেতে পারেন মোহম্মদ সিরাজ।
এছাড়া মোহম্মদ শামিকে বাইরে রেখে ভারতীয় একাদশে জায়গা পেতে পারেন লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল৷ অ্যাডিলেডে ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে ভারত৷
মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ অ্যাডিলেডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯:২০ মিনিটে। সরাসরি সম্প্রচার দেখা যাবে সনি পিকচার্স নেটওয়ার্কে।