নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
শুক্রবার জুম্মার নামাজের সময় আল নূর মসজিদে একজন বন্দুকধারী এই হামলা চালান। এ ঘটনায় ৬ জন নিহত ও ২০-৩০ জন আহত হয়েছে বলে দাবী করেছে স্থানীয় গণমাধ্যম।
জানা যায়, বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলন শেষে ওই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন মহিলা তাদের মসজিদের ভেতরে বন্দুকধারীদের অবস্থানের কথা জানায়। খেলোয়াড়েরা তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন।
এই মুহূর্তে তারা হ্যাগলি ওভালের ড্রেসিংরুমে আবদ্ধ রয়েছেন। বেশিরভাগ কোচিং স্টাফ হোটেলে ফিরে গেছেন। লিটন দাস ও নাঈম হাসানও হোটেলে আছেন। তবে কোচ স্টিভ রোডস মাঠেই রয়ে গেছেন।
এদিকে আগামীকাল ক্রাইস্টচার্চের হ্যাগলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশের। এ ম্যাচ খেলা নিয়ে এখনো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি।