মাত্র ১৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ ক্রিকেটার মহরম হোসেন মহিন। তার এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একই সঙ্গে মহিনের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আরও পড়ুন: মারা গেছেন সাবেক ফুটবলার আকরাম
জানা গেছে, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁহাতি স্পিনার মহিন। তিনি বিসিবির এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির অধীনে নিবন্ধিত খেলোয়াড় ছিলেন। গত বছর ঢাকা বিভাগীয় দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিনিধিত্ব করেছেন তরুণ এই ক্রিকেটার।