হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন টাইগার পেসার এবাদত হোসেন। সব ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরবেন সিলেটের এই পেসার।
জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন: ১০৬ রানেই অলআউট টাইগার বাহিনী
এবাদতের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’
এদিকে বিদেশে চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন আরও কয়েকজন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন তিন পেসার। এর মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক জামান ও মুশফিক হাসান।