এগারোজন মিলে করলেন মাত্র ১৪ রান। মনে প্রশ্ন আসতে পারে কিভাবে সম্ভব? কিন্তু এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল ক্রিকেট বিশ্ব। থাইল্যান্ডের টি-২০ স্ম্যাশে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ১৪ রানে অল-আউট হয়ে গেল চীনের নারী দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর থেকে কম রান আর কোনও দল কখনো করেনি।
থাইল্যান্ড স্ম্যাশে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা করে ২০৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে মাত্র ১৪ রান করে অল-আউট হয়ে যায় চীন।
মেয়েদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানে জিতল সংযুক্ত আরব আমিরশাহী। এদিন মাত্র এক ঘণ্টার মধ্যে চীনের নারী দল অল-আউট হয়ে যায়। চিনের ক্রিকেট প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে আইসিসি। ফলে চীনের নারী দলের এমন লজ্জাজনক হার অবশ্যই আইসিসির চেষ্টায় জল ঢেলে দিল। প্রসঙ্গত, নারীদের ক্রিকেটে অংশ নেওয়া ৪৭টি দেশের মধ্যে ২৫ নম্বরে রয়েছে চীন।
হিন লিলি চিনের হয়ে সর্বাধিক চার রান করেছেন এদিন। এর আগে চিনের পুরুষ দল মালয়েশিয়ার বিরুদ্ধে ২০২০ টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে মাত্র ৩০ রানে অল-আউট হয়েছিল। মাত্র ১৯ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেছিল মালয়েশিয়া। উল্লেখ্য, থাইল্যান্ড টি-২০ স্ম্যাশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমারের মতো দলগুলি অংশ নিয়েছে।