বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলিং তোপে মাত্র ৬৮ রানেই শেষ হলো সিলেট সিক্সার্সের ইনিংস। সিলেটের সবকটি উইকেট তুলে নিতে কুমিল্লা খরচ করেছে মাত্র ১৫.৫ ওভার।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তার সেই সিদ্ধান্ত সঠিক প্রমান করতে বেশি সময় নেয়নি সাইফুদ্দীন-মাহাদিরা। ইনিংসের দ্বিতীয় ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে সিলেটের কোমড় ভোঙে দেন মাহাদি। এ সময় তিনি ওয়ার্নার (০) , ফ্লেচার (৪) ও আফিফের (০) উইকেট তুলে নেন।
আফিফের দেখানো পথই অনুসরন করেন সাইফুদ্দীন ও ডেসান। দলীয় ৮ রানে পুরানের উইকেট নেন সাইফ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ডেসানের বলে লিটন ৬ রানে বিদায় নিলে সিলেটর রান দাঁড়ায় ৫ উইকেট ১৫।
এরপর ৭ রানের ব্যবধানে ফিরে যান সাব্বির (৬) ও সোহেল (৫)। এদিন সিলেটের হয়ে দুই অঙ্কের ঘরে রান তুলতে পেরেছেন শুধু অলক কাপালি। ৩১ বলে তার ৩৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬৮ রান তুলতে পারে সিলেট।
এদিন কুমিল্লার হযে ২২ রান খরচায় ৪টি উইকেট নেন মাহাদি। ওহাব রিয়াজ, লিয়াম ডেসন নেন ২টি করে উইকেট।