ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই অলরাউন্ডারকে বিদায় দেওয়ার সময় নিজের একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে উপহার পেয়েছেন কোহলি।
কানপুরে দ্বিতীয় টেস্ট শেষে ল্যান্ডমার্ক টিম হোটেলে মিরাজ নিজেদের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টসের’ ব্যাট উপহার দিয়েছেন কোহলিকে। উপহার দেওয়ার সময় মিরাজ বাংলায় কথা বলছিলেন। এসময় কোহলিও কথা বলেছেন বাংলায়।
আরও পড়ুন: এক বছরের জন্য নিষিদ্ধ লঙ্কান ক্রিকেটার প্রবীণ
এমকেএস ব্যাট সম্পর্কে কোহলি বলেন, ‘ব্যাট খুব ভালো আছে।’ এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে মিরাজ-কোহলি দুজনকেই হাসতে দেখা যায়।
বাংলায় একটা বাক্য বলার পর মিরাজের প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা জানিয়ে হিন্দি ও ইংরেজিতে কোহলি যোগ করেন, ‘খুব ভালো ব্যাট বানাচ্ছো তোমরা। তোমাদের জন্য শুভেচ্ছা রইলো। এভাবেই এগিয়ে যাও। এমন ভালো ভালো ব্যাট তৈরি করতে থাকো, ক্রিকেটারদের এমন ভালো ভালো মানের ব্যাট দিতে থাকো।’
শুধু বিরাট কোহলিকে নয়, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও নিজের প্রতিষ্ঠানের ব্যাট উপহার দিয়েছেন মিরাজ।