অপেক্ষার অবসান ঘটবে আজ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে গেলবারের দুই ফাইনালিস্ট বাংলাদেশ-নেপাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শিরোপা যুদ্ধে নামার আগে নেপালের আর্মি হেডকোয়ার্টার্স গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন বাংলার মেয়েরা। লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তারা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, ‘দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। সবার প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর ২০২৪)
শিহরণ জাগানিয়া ফাইনাল হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সবকিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। স্বাগতিক হওয়ায় ফাইনালে চাপে থাকবে নেপালই। আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি।’
অন্যদিকে, গত আসরে বাংলাদেশের কাছেই হার মেনেছিল নেপাল। ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে পুরোনো স্বপ্ন পূরণে বদ্ধপরিকর তারা। নিজ ঘরের মাঠে প্রথমবার শিরোপা জয়ের আরেকটি সুযোগ স্বাগতিকদের সামনে।