ধোনির ঘরের মাঠ রাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে নিয়েছে ভারত। তাই আজকের ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তবে ভারত চাইবে আজই সিরিজ নিশ্চিত করতে।
দ্বিতীয় ওয়ানডেতে শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৮ রান হাতে ছিল ৫ উইকেট। তা সত্বেও অলআউট হয়ে যায় তারা। ভারত ম্যাচ জিতে নেয় ৮ রানে।
তবে অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর হলো, আগের ম্যাচে রানের ধারায় ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বোলিং নিয়ে চিন্তা নেই অজিদের, কিন্তু ব্যাটিং-এর ক্ষেত্রে ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনারদের জবাব দেওয়ার কোনও পথ শীঘ্রই খুঁজে বের করতে হবে তাদের।