টানা দ্বিতীয়বারের মতো নারী ব্যালন ডি’অরের পুরস্কার নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বনমাতি। গত ১৮ মাসে বিশ্বকাপ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন স্প্যানিশ এ তারকা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) প্যারিসের থিয়েটার দ্যু শাটলে হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফিটি নেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
আরও পড়ুন: না থেকেও বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ
পুরস্কার হাতে বনমাতি বলেন, ‘আমি অনেক বেশি গর্বিত। আবারও এই মঞ্চে উঠতে পেরেছি। ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ। আমি চাই নারী ফুটবলে আরও প্রতিযোগিতা হোক। তাহলে আমিও নিজেকে এগিয়ে নিতে কাজ করতে পারব। খেলায় উন্নতি হলে আমার ও দলের জন্য ভালো। সতীর্থরা সবসময়ই সাহায্য করেছে সামনে এগিয়ে যেতে। তাদের ছাড়া এতদূর আসা অসম্ভব।’