ফুটবল দুনিয়ার অন্যতম এক মহাতারকা লিওনেল মেসি। শুধু আর্জেনটিনা নয়, বিশ্ব জুড়েই রয়েছে তার ভক্ত। এমন মহাতারকার সমালোচনা করতে যেখাতে আতঙ্কে থাকেন বড় বড় ফুটবল বিশ্লেষকরা সেখানে তার সন্তানরা তাকে নিয়ে করেন সমালোচনা। এমনকি কিভাবে খেলতে হবে তা নিয়েও দেন উপদেশ।
সম্প্রতি ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই এক মজার ঘটনা শেয়ার করেন এই মহাতারকা।
আরও পড়ুন: সাফ জয়ে সাতক্ষীরার ৩ কন্যার অবদান
সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি সব সময় আমার বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলি। তারা আমাকে উপদেশ দেয় এমনকি আমার একটি খেলা দেখে সমালোচনাও করেছিল।’
প্রসঙ্গত, মেসির বড় ছেলে থিয়াগোর বয়স ১২ বছর। মেঝো ছেলে মাতেও এর বয়স ৯ বছর। ছোট ছেলে সিরোর বয়স সবে ৬ বছর।
জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় ধরে ট্রফি খরায় ভুগছিলেন মেসি। এমনকি ২০২০ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপাই জেতা হয়নি তার। অবশেষে ২০২১ কোপা আমেরিকা জয়ের স্বাদ পান মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়, ২০২৪ সালে এসে আবার কোপা আমেরিকা জয়। যার সবকিছুরই সাক্ষী হয়েছে তার তিন সন্তান।