রিয়াল বেটিসকে উড়িয়ে দেয়ার ম্যাচে বার্সেলোনার হয়ে দারুন এক রেকর্ড গড়েছেন রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। স্পেনের শীর্ষ লিগের হয়ে প্রথম কোনো প্লেয়ার হিসেবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড করেছেন টানা ১০ বছর ২৫ টি করে গোল।
লিওনেল মেসি এই কীর্তি গড়েছেন গত রবিবার রিয়েল বেটিসের মাঠে তাদেরই ৫-০ গোলে হারানোর দিনে। এই দিন দুটি গোল করার পাশাপাশি দুটি গোল করতে সতীর্থদের সাহায্য করেছেন তিনি। লিগে এ গত ৪ ম্যাচে টানা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন মেসি।
অন্যদিকে বেটিসের গোলবারে দুবার বল ঢুকিয়ে লা লিগায় উরুগুয়ের দ্বিতীয় কোনো প্লেয়ার হিসেবে শততম গোল করার মাইলফলক স্পর্শ করলেন লুইস সুয়ারেজ। ১২৮ লা লিগা গোল করে ১ নম্বর স্থানটি দখল করে আছেন আথলেটিকো মাদ্রিদের দিয়েগো ফোরলান।