আর্জেন্টাইন রাজপুত্র লিওনেল মেসি মাঠের কারিশমার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। তাঁর বাঁ-পায়ের ম্যাজিক দেখার জন্য রাতের পর রাত জাগতে পারেন ভক্তরা। এবার মেসি তার বাঁ-পায়ের আরো একটি কারিশমা দেখালেন। তবে এবার মাঠে নয় আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ড পেপসির এক বিজ্ঞাপনে জাদু দেখালেন মেসি।
খানিকটা পানীয় ভর্তি বোতলটাকে তিনি বসালেন ফুটবলের ওপর। এরপর একটি রিং লক্ষ্য করে শট নিলেন। বলটাকে শুধু রিংয়ের মধ্যে দিয়ে পারই করালেন না লিও, এমনই ট্রিক শট নিলেন যে, বোতলটিও দুটি পাক খেয়ে ঠিক দাঁড়িয়ে থাকল ফ্লোরের ওপর। যা চোখে না-দেখে বিশ্বাস করা প্রায় অসম্ভব। এলএম টেন নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন। ইতিমধ্যেই এই ভিডিও পোস্ট করার শেষ ১৯ ঘণ্টার মধ্যে প্রায় ২০ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন।