ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করলেও আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেনি দলটি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছিল আইপিএলের প্লেয়ার রিটেনশনের শেষদিন। টুর্নামেন্টের নতুন নিয়মানুযায়ী আগের আসরের ৬ প্লেয়ারকে এবারের আসরে ধরে রাখতে পারবে যেকোনো দল। তবে চেন্নাই ধরে রেখেছে মাত্র ৫জনকে। সেই ৫ জনের তালিকায় নেই টাইগার কাটার মাস্টার মুস্তাফিজের নাম।
আরও পড়ুন: মেসিকে উপদেশ দেন তার সন্তানরা!
চেন্নাই সুপার কিংসের ধরে রাখা ক্রিকেটাররা হলেন- শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা, রুতুরাজ গায়কোয়াড়, জাদেজা এবং শিভম দুবে এবং মাহেন্দ্র সিং ধোনি।
১৮ কোটি রুপিতে অধিনায়ক রুতুরাজকে ধরে রেখেছে চেন্নাই। একই অঙ্কের অর্থ পাচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ১৩ কোটি পাবেন পাথিরানা। এ ছাড়া ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি রুপি।