ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেকটা আপন আলোয় আলোকিত করে রাখলেন আলেক্সিস সানচেজ। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।
জোসে মরিনহোর দল এএফ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ইওভিলকে হারায় ৪-০ গোলে। ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন যথাক্রমে মারকাস র্যাশফোর্ড, আন্দের এররেরা, জেসে লিনগার্ড ও রোমেলু লুকাকু।
গত সোমবারে আর্সেনাল ছেড়ে ইউনাইটেডে যোগ দেয়া চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ অভিষেক ম্যাচে আলো ছড়ালেন সতীর্থদের দিয়ে বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে। তার দেয়া বলে পা ছুইয়ে ৪১তম মিনিটে র্যাশফোর্ড দলকে এগিয়ে নেন। আবার ৬১তম মিনিটে সানচেজের পাসেই এররেরার ব্যবধান দ্বিগুণ করেন।
সানচেজের জন্য ম্যাচটি যেমন বিশ্বের সবচেয়ে দামি দলগুলির একটির হয়ে অভিষেকেই নতুন কিছু দেবার ম্যাচ ছিল অন্যদিকে ম্যাচের ৪-০ তে জয় জোসে মরিনহোর জন্য ছিল জন্মদিনের উপহার স্বরূপ কারণ ঐ দিনই যে জোসে মরিনহোর ৫৫ তম জন্মদিন ছিলো। আগের দিন ২০২০ সাল পর্যন্ত ইউনাইটেডের কোচ হিসেবে নতুন চুক্তিতে মেয়াদ বাড়ানো পর্তুগিজ জোসে মরিনহো ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর ১০০ ম্যাচের মধ্যে জিতেছেন ৬২টি তে।