যমজ মেয়ের বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই খুশির খবর শেয়ার করেছেন।
পোস্টে ধ্রুব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্, সর্বশক্তিমান আল্লাহ্র রহমতে, আমরা দু’টি সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৪)
অনেক সম্ভাবনা নিয়ে জাতীয় দলে অভিষেক হলেও এখন পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি আফিফ। সবশেষ গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।