যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেলেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি।
মেসি ছাড়াও এবারের সর্বোচ্চ এই পদকটি পেয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে. ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডালসহ ১৯ জন।
আরও পড়ুন: জয় দিয়ে বছর শুরু ম্যানসিটি-বার্সার
মূলত, সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানবকল্যাণে অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। সেখানে মেসির অর্জনের শেষ নেই। সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অর জয়, গোল্ডেন বুট জয়, দুইবার বিশ্বকাপের গোল্ডেন বলসহ মেসি শত শত পুরস্কারের মালিক।