রংপুরের হয়ে বিপিএলের ষষ্ঠ আসর খেলতে শনিবার ঢাকায় এসেছেন ক্রিস গেইল। সেদিন রংপুরের ম্যাচ থাকলেও ভ্যমণ ক্লান্তির জন্য ছিলেন না একাদশে। তবে রবিবার খুলনার বিপক্ষে রংপুরের দ্বিতীয় ম্যাচেও একাদশে ছিলেন না গেইল। এই তারকা ক্রিকেটারের একাদশে না থাকা নিয়ে বিপিএল সমর্থকদের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।
শনিবার নিজেদের প্রথম ম্যাচে রংপুর ব্যাটিং ব্যর্থতার কুমিল্লার কাছে ম্যাচ হেরেছিল। তাই গতকাল দ্বিতীয় ম্যাচে গেইল খেলবেন, বিষয়টি ধরেই নিয়েছিল রংপুর সমর্থকরা। কিন্তু খুলনার বিপক্ষে রংপুরের দ্বিতীয় ম্যাচের একাদশেও ছিলেন না ক্রিস গেইল। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে খেলাসা করেন রংপুর মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি
তিনি বলেন, বিপিএল খেলার ছাড়পত্র না পাওয়ায় মাঠে নামতে পারেননি ক্যারিবীয় ওপেনার। মানে এনওসি না আসায় খেলা হয়নি। আমরা আশা করছি আগামী ম্যাচে গেইলকে পাবো।
রনি আরও জানান, যেহেতু ওয়েস্ট ইন্ডিজে আজ রোববার, সাপ্তাহিক ছুটির দিন। তাই খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র মেলেনি। সে কারণেই আজও মাঠের বাইরে ছিলেন গেইল।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, শেষ পর্যন্ত গেইলের এনওসি পাওয়া গেছে। তবে সেটা আজ সন্ধ্যা সাড়ে সাতটার পর। সে সময় খেলা শুরু হয়ে গিয়েছিল।
৮ই জানুয়ারি রংপুর তাদের তৃতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে।