সমালোচনা যেন কোনো ভাবেই আর পিছু ছাড়ছেনা ক্রিস্টিয়ানো রোনালদোর। ছাড়বেই বা কেনো, পাঁচটি ব্যালন ডি অরের মালিক রোনালদোর নামের পাশে যে এবারের লা লিগায় মাত্র চার গোল। আর সে ক্ষোভ থেকেই কিনা কে জানে রোনালদোর মতো সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকা রিয়াল মাদ্রিদের সকল প্লেয়ারের রাগ গিয়ে পড়লো পুচকে দোল দেপোর্তিভো লা করুনার উপর। ঘরের মাঠ বার্নাব্যুতে তাদের ৭-১ গোলে বিদ্ধস্ত করে নিজেদের দুর্বলতা কিছুটা হলেও ঢাকার সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ।
কিন্তু দুই গোল করা রোনালদো হাসিমুখে মাঠ ছাড়বেন কি তাকে মাঠ ছাড়তে হলো রক্তাক্ত মুখে। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার সময় এক ডিফেন্ডারের বুটের আঘাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা যায় রোনালদোর। সাথে সাথে মাঠ ছাড়েন তিনি।
৭৮ মিনিটে বেলের পাস থেকে কাসেমিরোর ক্রসে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। অথচ প্রথম গোলটি করার আগে পর্যন্ত সারা মাঠ নিজের ছায়া হয়ে ঘুরতে দেখা যায় রোনালদোকে। কে জানে একটি মাত্র গোলের জন্য হাপিত্যেশ করতে থাকা রোনালদো হয়তো দেপোর্তিভো লা করুনার বিপক্ষে এই দুই গোলের মাধ্যমে আবারো খুঁজে পেলেন নতুন গোলের রাস্তাটা।