সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ তিনি। কিন্তু সাম্প্রতিক অতীতে ব্যাট হাতে ক্ষুরধার পারফরম্যান্সে ভর করে আসন্ন বিশ্বকাপের জন্য মোটামুটিভাবে চার নম্বর জায়গাটা নিশ্চিত তাঁর। ব্যাট হাতে সিডনি ওয়ান ডে-তে ব্যর্থ হওয়ার পর দুঃসংবাদ বয়ে এল ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডুর জন্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাঁকে অভিযুক্ত করেছে ম্যাচ অফিসিয়ালরা।
মূলত পার্ট-টাইম স্পিনার হিসেবেই সীমিত ওভারের ক্রিকেটে হাত ঘুরিয়ে থাকেন রায়ডু। শনিবারও সিডনিতে প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র দু ওভার বল করে ১৩ রান দিয়েছিলেন তিনি। এরপরই ম্যাচ অফিসিয়ালদের আতস কাঁচের নীচে চলে আসে এই ভারতীয় ক্রিকেটারের বোলিং অ্যাকশন। ম্যাচের পর রাইডুর সন্দেহজনক
বোলিং অ্যাকশনের রিপোর্ট সম্পর্কে ভারতীয় টিম ম্যানেজম্যানকে আইসিসি’র তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রাইডুর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ শেষে রিপোর্ট করা হয়েছে ম্যাচ অফিসিয়ালদের তরফ থেকে। একই সাথে বোলিং অ্যাকশন সম্পর্কে অবগত করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।’
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে ভারতীয় এই ক্রিকেটারকে বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষায় বসতে হবে। সেই বৈধতার পরীক্ষায় উত্তীর্ন হলে তবেই ফের ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে হাত ঘোরানোর সুযোগ মিলবে ভারতের এই পার্টটাইম স্পিনারের। আইসিসি’র নিয়মানুযায়ী কোন বোলার বল ছাড়ার সময় ১৫ ডিগ্রি বা তাঁর বেশি নিজের কনুই প্রসারিত করতে পারেন না। যদি কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তাহলে আইসিসির নির্ধারীত পরীক্ষা কেন্দ্রে তাকে পরীক্ষা দিয়ে পাস করলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে বল করার উপযুক্ত হবে।