নতুন বছরে নতুন ব্যবসায় নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রিয়েল স্টেটের ব্যবসা শুরু করেছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।
বুধবার (১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মেসির নতুন প্রতিষ্ঠানের নাম ‘এদিফিসিও রোস্টাওয়ার সোচিমি।’ প্রতিষ্ঠানটির বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের মাধ্যম ‘লিমেকু এস্পানা ২০১০।’
আরও পড়ুন: নতুন বছরে বাফুফের শুভেচ্ছা বার্তা
মেসি তার রিয়েল স্টেটের ব্যবসার যাত্রা শুরু করেছেন স্পেনে। এই প্রতিষ্ঠানে বিনিয়োগ ২৩২.১২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৭৮৫ কোটি টাকা। আর এখানে সর্বনিম্ন শেয়ারের মূল্য প্রায় ৬০ (৫৯.৭৩) ডলার।
এদিফিসিও রোস্টাওয়ার সোচিমি নামক ট্রাস্টের একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মেসির রিয়েল স্টেটের নতুন এ ব্যবসা।