সম্প্রতি স্পেনের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে লেখা হয়েছিল নেইমার নাকি প্যারিস সেন্ট জার্মেইনে দায়বদ্ধতা দেখাচ্ছেন না। তারা আরো জানায় নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা এখন সময়ের অপেক্ষা। তবে সংবাদ মাধ্যমগুলোর এমন খবরকে জল্পনা ছাড়া আর কিছুই মনে করেন না নেইমার।
নেইমার ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘‘দেখেছি আমাকে নিয়ে সব সময় জল্পনা চলতে থাকে। বিশেষ করে আমি বর্তমান ক্লাব ছেড়ে অন্য কোথাও যাচ্ছি কি না, তা নিয়ে। আমার রিয়ালে যাওয়া নিয়ে এখনও সুনিশ্চিত কিছুই হয়নি। যখন সুনিশ্চিত কিছু হবে এবং অন্য আর কোথাও কোনও সমস্যা থাকবে না, তখন আমি নিজেই সব পরিষ্কার করে সবাইকে জানাব।’’
নেইমার আরো বলেন, ‘সম্প্রতি আমার নামে অনেক কিছু চাউড় হয়েছে। বিশেষ করে নেতিবাচক কিছু। আমি নাকি নতুন বছরের অনুষ্ঠানে মাদক নিয়েছি। আমি একজন ভালো অ্যাথলেট, হয়তো কিছুটা পাগল স্বভাবের। তবে আমি এতোটা নির্বোধ নই যে মাদক নিতে যাব। তবে এসব গুঞ্জনে কখনো কখনো খুশিও হই। কারণ, মানুষ তখনই আমাকে নিয়ে কথা বলে যখন আমার মধ্যে যোগ্যতা থাকে। যখন আমি সেরাদের কাতারে থাকি।’