
মনে করুন, রোহিত শর্মা-বাবর আজম ঝড় তুলেছেন। হাসান আলী-জসপ্রীত বুমরা তোপ দেগেছেন। বেলা শেষে দেখলেন, তাঁদের চেষ্টার স্বীকৃতি নেই, কেমন লাগবে তখন? বাছাইপর্ব পেরিয়ে এবারের এশিয়া কাপের মূল পর্বে খেলছে হংকং। কিন্তু তাদের যে ওয়ানডে মর্যাদাই নেই। ‘এ’ গ্রুপে পড়েছে হংকং, তাদের সঙ্গী ভারত-পাকিস্তান।
জটিলতার শেষ করে এশিয়া কাপের সব ম্যাচকে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের মর্যাদা দিয়েছে আইসিসি।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাছাইপর্বের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া হংকংয়ের ম্যাচগুলো ওয়ানডে হিসেবেই স্বীকৃতি পাবে। আইসিসির এ সিদ্ধান্তের পর উপমহাদেশের শক্তিশালী দুই দল এখন সংশয় ছাড়াই ঝাঁপিয়ে পড়তে পারে হংকংয়ের ওপর! দুর্বল প্রতিপক্ষ মানেই তো রানের পাহাড় কিংবা বোলিংয়ে দুর্দান্ত কিছু করার সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগানোর সুযোগটা রোহিত-বাবররা ছাড়বেন কেন!
বড় টুর্নামেন্টে ওয়ানডে মর্যাদা না থাকা দেশগুলোর ম্যাচের ধরন নিয়ে বেশ বিতর্ক হয়েছিল গত মার্চে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে। সেই টুর্নামেন্টে ওয়ানডে মর্যাদা না থাকা দেশগুলোর ম্যাচ আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি পায়নি। এশিয়া কাপ দিয়ে সেই বিতর্কের সমাপ্তি ঘটাতে যাচ্ছে আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, সমর্থকদের বিভ্রান্ত দূর করতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।