ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। দুটি ম্যাচেই বোলারদের অবদান বেশি। সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ।
শেষ ম্যাচে মাঠে নামার আগেই আইসিসির পক্ষ থেকে দারুণ সুসংবাদ পেয়েছেনও শেখ মেহেদী, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুই ম্যাচে ৮ ওভার বল করে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন টাইগার স্পিনার শেখ মেহেদী। দুর্দান্ত এমন পারফরম্যান্সের পর র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২৩ নম্বরে অবস্থান করছেন মেহেদী।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৯ ডিসেম্বর)
একই সঙ্গে বল হাতে এই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে পেয়েছেন একটি উইকেট। তার অসাধারণ বোলিংয়েই প্রথম ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। এমন পারফরম্যান্সের পর এবার র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়েছেন হাসান। ৮৫ নম্বর থেকে উঠে এসে ৪৭ নম্বরে অবস্থান করছেন তিনি।
অন্যদিকে ২১ নম্বর থেকে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।